বগুড়ার নন্দীগ্রামে বিষধর সাপের কামড়ে আছিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কবিরাজের কাছে নেয়া হয় ওই গৃহবধূকে।
মৃত আছিয়া খাতুন উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঈইর গ্রামের আব্দুর রউফ ধলুর স্ত্রী।
পরিবার জানায়, রাতে খাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন আছিয়া খাতুন। ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। এ সময় আছিয়া খাতুনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। পরে তাকে দ্রুত কাহালু উপজেলার সিধলা গ্রামে এক কবিরাজের কাছে নেয়া হয়। সেখান থেকে বাড়িতে নিয়ে আসার পর অচেতন হয়ে পড়লে তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেন।