সিলেট কেন্দ্রীয় কারাগারে মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া (৭০) নামে আমৃত্যু সাজাপ্রাপ্ত এক যুদ্ধাপরাধীর মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২০১৬ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাকে আমৃত্যু কারাদণ্ড দেন।
আঙ্গুর মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুমারছানা গ্রামের মৃত দরছ উদ্দিনের ছেলে।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন।
তিনি বলেন, আঙ্গুর মিয়া বার্ধক্যজনিত নানা রোগের পাশাপাশি ডায়াবেটিসেও ভুগছিলেন। কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার (১৩ আগস্ট) সকালে অবস্থার অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি। পরে কারাবিধি অনুযায়ী, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের পর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২০১৬ সালের ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে আমৃত্যু কারাদণ্ড দেন। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে নেয়া হয়। সেখান থেকে চলতি বছরের ২৫ মে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আঙ্গুর মিয়ার বিরুদ্ধে হত্যা, লুটপাটসহ বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ছিল। একই মামলায় তার বড়ভাইকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল।