ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৪ দিনেই ৩ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী
Published : Saturday, 14 August, 2021 at 7:37 PM
১৪ দিনেই ৩ হাজার ছাড়াল ডেঙ্গু রোগীএই বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। ইতোমধ্যে জুলাইয়ের রেকর্ড ভেঙেছে ডেঙ্গু। আগস্টের ১৪ দিনে ৩ হাজার ২৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্ত। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৫৭ জন।

শনাক্তদের মধ্যে ২১৯ জনই ঢাকার আর ঢাকার বাইরে ৩৮ জন। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।

শনিবার (১৪ আগস্ট)  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়,সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৯৫৪ জন, আর বাকি ৮৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত ৫ হাজার ৯০২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ৮৩৮ জন।