ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছায়া জাতীয় দল ‘বাংলা টাইগার্স’ কতদূর?
Published : Sunday, 15 August, 2021 at 12:00 AM
গত জুলাইতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে একটি ‘শ্যাডো টিম’ বা ‘ছায়া জাতীয় দল’ তৈরির ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনও ছায়া দল গঠন না হলেও দ্রুততম সময়ের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
‘বাংলাদেশ টাইগার্স’ দল গঠনের মূল উদ্দেশ্য জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটারদের তৈরি রাখা, যেন দলের পাইপলাইন সমৃদ্ধ হয়। হুট করে জাতীয় দলের প্রয়োজনে যাতে এখান থেকে খেলোয়াড় সরবরাহ করা যায়। মূলত জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারের পাশাপাশি অফ ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করা হবে এখানে।
এই উদ্যোগের ব্যাপারে নান্নু বলেছেন, ‘ইতিমধ্যে এটা নিয়ে আমরা তিন-চারটা মিটিং শেষ করেছি। আমরা একটা প্ল্যান নিয়ে এগোচ্ছি। আগামী দুই সপ্তাহের মধ্যে এটাও জেনারেট করতে পারবো।’
তবে এই পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাঠ সংকট। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে ব্যস্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। চট্টগ্রামে হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প শুরু হবে ১৯ আগস্ট থেকে। তারপরও আশাবাদী বিসিবি। প্রধান নির্বাচক জানালেন, ‘এখন সবচেয়ে বড় সমস্যা, মাঠের সমস্যা। কোথায় প্র্যাকটিস করবো আমরা, কারণ বৃষ্টির জন্য ইনডোরটা গুরুত্বপূর্ণ। তো মাঠ পুরাপুরি রেডি হলে ওটাও শুরু করতে পারবো।’
মূলত জাতীয় দলে সুযোগ বঞ্চিত ও ফর্মহীনতায় ভোগা ক্রিকেটারদের নিয়েই ‘বাংলা টাইগার্স’ দল করার পরিকল্পনা ছিল। যদিও নান্নু শোনালেন ভিন্ন কথা, ‘ওখানে আমাদের প্রিমিয়ার ডিভিশন যারা খেলছে, ওদেরকে নিয়েই টিম করবো। এইচপি যে দলটা করেছি ওদের বাইরে যারা আছে, তাদের নিয়েই মূলত এই দলটা করা।’
এদিকে ‘এ’ দলের পরিকল্পনা নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, “এ ব্যাপারে পরিকল্পনা হচ্ছে। পুরোপুরি রেডি করার বিষয়, পরিস্থিতিটাই এমন চাইলেই খেলা আয়োজন সম্ভব নয়। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে সব স্বাভাবিক হলে আমরা ‘এ’ দলের প্রোগ্রাম সেট করতে পারবো।”