ফের্নান্দেসের হ্যাটট্রিকে উড়ন্ত শুরু ম্যানইউয়ের
Published : Sunday, 15 August, 2021 at 12:00 AM
সোনালি দিন হাতড়ে বেড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর প্রিমিয়ার লিগ শিরোপা হয়ে গেছে সোনার হরিণ। তবে ওলে গানার সুলশালের অধীনে একটু একটু করে আশার আলো দেখছে ইংল্যান্ডের সবচেয়ে সফল দলটি। নতুন মৌসুমের শুরুটাও হলো আশাজাগানিয়া। ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকে আরিক অর্থেই তারা উড়িয়ে দিয়েছে লিডস ইউনাইটেডকে। ২০২১-২২ মৌসুমের প্রথম ম্যাচ ম্যানইউ জিতেছে ৫-১ গোলে।
দর্শক ফিরেছে ওল্ড ট্র্যাফোর্ডে। ঘরের মাঠে সমর্থকদের উল্লাস আর চিৎকারে পাওয়া আত্মবিশ্বাসের পুরো ফায়দা নিয়েছেন ফের্নান্দেস। তার হ্যাটট্রিকে বড় জয়ে প্রিমিয়ার লিগ শুরু করে রেড ডেভিলস জানিয়ে রাখলো, ওল্ড ট্র্যাফোর্ডে শিরোপা ফেরাতে প্রস্তুত তারা। শুধু ফের্নান্দেসকে প্রশংসায় ভাসালে ভুল হবে, বিশাল জয়ে পল পগবার কৃতিত্বও কম নয়। ফরাসি মিডফিল্ডারের সহায়তায় এসেছে ৪ গোল।
বড় জয় পেলেও ম্যানইউয়ের গোল উৎসবের শুরুটা হয়েছিল কিন্তু ম্যাচ ঘড়ির কাটা আধা ঘণ্টা পেরোনোর পর। ফের্নান্দেস প্রথমবার খুঁজে পান জাল। ওই গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে যে লিডসের ওপর দিয়ে এত বড় ঝড় বয়ে যাবে, সেটা কে ভেবেছিল! কেননা ৪৮ মিনিটে লুক আয়লিং ল্যভেদ করে বরং তাদের সমতায় ফিরিয়েছিলেন।
কিন্তু এরপর বদলে যায় দৃশ্যপট। সফরকারীদের জালে একের পর এক বল জড়াতে থাকে ম্যানইউ। ৫২ মিনিটে ম্যাসন গ্রিনউডের গোলে এগিয়ে যাওয়ার পর ৫৪ ও ৬০ মিনিটে দুইবার বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন ফের্নান্দেস। ২০২০ সালের জানুয়ারিতে স্পোর্তিং লিসবন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে নাম লেখানোর পর প্রথম হ্যাটট্রিক পেলেন এই মিডফিল্ডার। আর ২০১৩ সালে অ্যাস্টন ভিলার বিপে রবিন ফন পার্সির পর প্রথম ম্যানইউ খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে এক ম্যাচে তিনবার বল জালে জড়ালেন পর্তুগিজ তারকা।
ফের্নান্দেসের হ্যাট্রিকের পরও ম্যানইউয়ের গোল উৎসব থামেনি। ৬৮ মিনিটে লিডসের কফিনে শেষ পেরেকটি মারেন ফ্রেদ। তাতে ওল্ড ট্র্যাফোর্ডে জয়হীন থাকার রেকর্ডটা আরও দীর্ঘ হলো লিডসের। ১৯৮১ সালের পর থেকে ম্যানইউয়ের মাঠে এসে জিততে পারেনি তারা। গত মৌসুমে তো হেরেছিল ৬-২ ব্যবধানে। আর এবারের হার ৫-১ গোলে।