Published : Sunday, 15 August, 2021 at 12:00 AM, Update: 15.08.2021 2:18:01 AM
দিনের প্রথম ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের চারে উঠেছিল মোহামেডান স্পোর্টিং
কাব। পরের ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে চার নম্বরে ফিরল চট্টগ্রাম
আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবারের দ্বিতীয় ম্যাচটি ২-১ গোলে জিতে বন্দর নগরীর দলটি।
আসরে ২০ ম্যাচে ব্রাদার্সের এটি ষোড়শ পরাজয়। গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে প্রথম লেগের দেখায় ১-০ গোলে হেরেছিল তারা।
ম্যাচের
ষোড়শ মিনিটে চিনেডু ম্যাথিউয়ের গোলে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যাওয়ার সাত
মিনিট পর স্কোরবোর্ডে সমতা টানেন ইমতিয়াজ সুলতান জিতু।
যোগ করা সময়ে চট্টগ্রাম আবাহনীর তিন পয়েন্ট নিশ্চিত করেন কাউসার আলী রাব্বি।
দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে একই ব্যবধানে হারিয়েছিল মোহামেডান।
২১ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর। এক পয়েন্ট পিছিয়ে মোহামেডান।
তিনে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্টও সমান ম্যাচে ৪০। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল ধানম-ি কাব।
চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসের পয়েন্ট ২১ ম্যাচে ৫৮।
২০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে ১৩ দলের মধ্যে ১২ নম্বরে।