ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাইফ ও পুলিশ এফসির জয়
Published : Friday, 20 August, 2021 at 12:00 AM
প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে সাইফ স্পোর্টিং। জয়ে ফিরেছে পুলিশ এফসি। অবনমন নিশ্চিত হয়ে যাওয়া আরামবাগ ক্রীড়া সংঘ যথারীতি পেয়েছে আরেকটি হারের তেতো স্বাদ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার উত্তর বারিধারার বিপে ৩-১ গোলে জিতে সাইফ স্পোর্টিং। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায় পুলিশ এফসি। হারলেও ম্যাচ জুড়ে সাইফ স্পোর্টিংকে চাপে রেখেছিল উত্তর বারিধারা। পঞ্চম মিনিটে মারুফ আহমেদের বাড়ানো ক্রস জড়াতে পারত জালে। কিন্তু ক্রসবারের কোনায় লেগে প্রতিহত হয়।
অষ্টাদশ মিনিটে পাপন সিংয়ের ব্যাক পাস থেকে আত্মঘাতী গোল খেতে বসেছিল উত্তর বারিধারা। গোলরক মিতুল মারমা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলেও বল শেষ পর্যন্ত বেরিয়ে যায় পোস্টের বাইরে দিয়ে। এরপর কর্নারে সাইফের আক্রমণ গোললাইন থেকে ফেরান পাপন; জটলার ভেতর থেকে মারাজ হোসেনের ফিরতি শট লাগে ক্রসবারে।
গোলরকের ভুলে ২৯তম মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। দুর্বল গোল কিকে মিতুল বল তুলে দেন জন ওকোলির পায়ে। দ্রুত আক্রমণে ওঠা নাইজেরিয়ার এই ফরোয়ার্ড নিখুঁত চিপে মিতুলের মাথার ওপর দিয়ে খুঁজে নেন জাল।
৬৬তম মিনিটে এমানুয়েল আরিয়াচুকুর গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় সাইফ স্পোর্টিং। ৭০তম মিনিটে উত্তর বারিধারার সাইদস্তোন ফজিলভের শট ক্রসবারে লাগে। পাঁচ মিনিট পর সতীর্থের ছোট পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে ল্যভেদ করেন মারুফ। এতে উত্তর বারিধারার দাঁড়ানোর ইঙ্গিত মেলে। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কেনেথের ল্যভেদে জয় নিশ্চিত হয়ে যায় সাইফ স্পোর্টিংয়ের।
এদিকে, কমলাপুরে শেষ মুহূর্তের গোলে হেরেছে আরামবাগ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে পুলিশ এফসির জয়সূচক গোলটি করেন মোহাম্মদ জুয়েল। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সাইফ স্পোর্টিং। এক ম্যাচ বেশি খেলা উত্তর বারিধারা ১৯ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে। ২২ ম্যাচে পাঁচ জয় ও আট ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে পুলিশ। সমান ম্যাচে ১৯তম হারের তেতো স্বাদ পাওয়া আরামবাগ ৫ পয়েন্ট নিয়ে আছে তলানিতেই।