ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিউজিল্যান্ড সিরিজে ফিরলেন মুশফিক-লিটন, বাদ মিঠুন
Published : Friday, 20 August, 2021 at 12:00 AM
নিউজিল্যান্ড সিরিজে ফিরলেন মুশফিক-লিটন, বাদ মিঠুনকোয়ারেন্টিন শর্তের কারণে অস্ট্রেলিয়ার বিপে ছিলেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে নিউজিল্যান্ড সিরিজে কোনও বাধা নেই তাদের। এই দুই ক্রিকেটারকে নিয়েই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। সৌম্য সরকার অবশ্য জায়গা ধরে রেখেছেন।
আগামী ১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে বাংলাদেশ দল। ঘরের মাঠের এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৯ সদস্যের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকা মিঠুন বাদ পড়েছেন, আর মুশফিক-লিটনের সঙ্গে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লব।
বাবা-মায়ের করোনা আক্রান্তের খবরে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরে আসেন মুশফিক। অস্ট্রেলিয়ার সিরিজ খেলতে চাইলেও তাদের দেওয়া কঠিন শর্তের মারপ্যাচে খেলা হয়নি। এক সিরিজ পরে দেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান ফিরলেন জাতীয় দলে। অন্যদিকে শ্বশুরের অসুস্থতায় অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছুটি নেওয়া লিটনও ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে।
জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে এসেছিলেন বিপ্লব। পরে খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপ।ে কিউইদের বিপে এই লেগ স্পিনারও ফিরেছেন।
অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে বাদ পড়েছেন মিঠুন। অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও পাঁচ ম্যাচের কোনোটিতেই একাদশে সুযোগ হয়নি তার।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মিরপুরে দুই দল একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছে। যেখানে শেষ হাসি হেসেছিল কিউইরা। শুক্রবার নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার আগেভাগে বাংলাদেশ পা রাখবেন। বাকিরা ঢাকায় আসবেন ২৪ আগস্ট।