ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হেফাজতের দুই নেতার জামিন নামঞ্জুর
Published : Wednesday, 1 September, 2021 at 3:12 PM
হেফাজতের দুই নেতার জামিন নামঞ্জুরহেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম এবং সহ প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন দেয়নি আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে আসামিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ পারভেজ ও মঞ্জুরুল কবীর মাসুদ জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ১৫ জুন ভোরে আজহারুল ইসলামকে ডিবি পুলিশ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করে। আর গত ১৩ এপ্রিল সন্ধ্যায় মুফতি শরিফউল্লাহকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।