আগস্টে ২৭৪ নারী ও শিশু নির্যাতনের শিকার
Published : Thursday, 2 September, 2021 at 12:00 AM
এ বছরের আগস্টে ১৩১ জন কন্যাশিশু এবং ১৪৩ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলা মহিলা পরিষদ। বুধবার (১ সেপ্টেম্বর) পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এই বছরের আগস্টে ২৭৪ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১০৩ জন, যার মধ্যে ৫২ জন কন্যাশিশু ধর্ষণের, ৭ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণ এবং ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। এ ছাড়াও ১৫ কন্যাশিশুসহ ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১ জন কন্যাশিশুসহ ২ জন শ্লীলতাহানির শিকার হয়েছে, ৬ জন কন্যাশিশুসহ ৯ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে।
পাশপাশি এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন। অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে একজনের। একজন কন্যাশিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৩ জন। ১০ কন্যাশিশুসহ ১২ জন অপহরণের শিকার ও একজন কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে।
নারীপাচারের ঘটনা ঘটেছে ২টি। বিভিন্ন কারণে ৮ জন কন্যাশিশুসহ ৩০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও ২ জন কন্যাশিশুসহ ১২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৮ জন। এর মধ্যে ১ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ জন কন্যাশিশুসহ মোট ১০ জন।
বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যাশিশুসহ ৫ জন। এ ছাড়াও ২ জন কন্যাশিশুসহ ৩ জন আত্মহত্যার চেষ্টা করেছে।
১২ জন কন্যাশিশুসহ ৩৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১ জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৬ জন।