ডিপিএড প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার
Published : Thursday, 2 September, 2021 at 12:00 AM
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দেশের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটগুলোয় ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণের জন্য উপজেলাভিত্তিক প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই তালিকা প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে।
বুধবার (১ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে দেশের সকল জেলা শিক্ষা অফিসারদের নির্ধারিত ছকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
আদেশ বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দেশের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটগুলোয় ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণের জন্য উপজেলাভিত্তিক প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তথ্য নির্ধারিত ছকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলে (ফঢ়বফপড়ঁৎংবফঢ়ব@মসধরষ.পড়স) এবং হার্ডকপি পরিচালক প্রশাসন বরাবর পাঠাতে অনুরোধ করা হলো।