ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পানির তোড়ে ভেঙে গেলো কালভার্ট, বিচ্ছিন্ন ১০ গ্রাম
Published : Thursday, 2 September, 2021 at 12:00 AM
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরের কর্মকারপাড়া এলাকায় প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে গেছে। বুধবার (০১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় ১০টি গ্রামের মানুষ।
স্থানীয়রা জানায়, কর্মকারপাড়া এলাকায় প্রায় ৩০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে কালভার্টটি নির্মাণ করা হয়। এটি প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাই সম্প্রতি পরিত্যক্ত ঘোষণা করে এলজিইডি কর্তৃপক্ষ। ভোরে কালভার্টটি প্রবল স্রোতে ভেঙে যায়। এতে প্রায় ১০টি গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
স্থানীয় আমিনুল ইসলাম বলেন, ‘আমার সামনেই কালভার্টটি ভেঙে পড়ে। এতে ১০-১৫টি গ্রামের মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে সবাই।’
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, কালভার্টটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়। ভাঙন ঝুঁকিতে থাকায় কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে। আজ সকালে এটি ভেঙে পড়েছে।
উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, কালভার্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। সেটা আজ ভেঙে পড়েছে। সেখানে ২০ মিটারের একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।