ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাজারে শীতের আগাম সবজি, দাম চড়া
Published : Thursday, 2 September, 2021 at 12:00 AM, Update: 02.09.2021 12:57:09 AM
বাজারে শীতের আগাম সবজি, দাম চড়াইসমাইল নয়ন।।
বর্তমান বাজারে শীতের আগাম কিছু সবজি পাওয়া যাচ্ছে। শীতের আগাম এসব সবজির মধ্যে রয়েছে টমেটো, শিম, ফুলকপি, গাজরসহ বেশি কিছু সবজি। তবে দাম অনেক বেশি হওয়ায় তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
বুধবার সরেজমিন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজার ঘুরে দেখা যায়, সাপ্তাহিক বাজার থাকায় শীতের আগাম সবজি দেখা মিলছে কাঁচাবাজারগুলোতে। ক্রেতাদের শিম কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে ১৪০-১৫০ টাকা পর্যন্ত। গাজর প্রতি কেজি ৮০ টাকা ও টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শশা প্রতি কেজি ৫০টাকা, কালো বেগুন ৯০ থেকে ১০০ টাকা, ঝিংগা ৬০টাকা, কাকরোল ৫০টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, লাউ প্রতি পিস ৫০ টাকা, চিচিংগা ৫০টাকা, পটল ৪০ থেকে ৫০টাকা, ঢেড়শ ৫০টাকা, বরবটি ৮০টাকা, পেঁপে ৩০থেকে ৪০ টাকা, কচুর মুখি ৫০টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৩২০ টাকা, কাতল মাছ আকার ভেদে ২৫০-৩০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আবার মশলা জাতীয় জিনিসের দামও কিছুটা বাড়তি। ডাল ১০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকা, চিনি কেজি প্রতি ৮০ টাকা, তৈল প্রতি লিটার ১৫০ টাকা এবং কেজি প্রতি তেল ১৪০ টাকা ধরে বিক্রি হচ্ছে।
এছাড়া চালের দাম কিছুটা কম হলেও ফার্ম মুরগী ১৩০-১৪০ টাকা বিক্রি হচ্ছে, ডিমের দামও বাড়তির দিকে। হালি প্রতি ডিম ৩৬ টাকা বিক্রি হচ্ছে।
বাজারের উর্ধ্বমুখীর কারনে হিমশিম খেতে হচ্ছে জনসাধারনকে। অনেকে বাজার করতে এসে ক্ষোভ প্রকাশ করেছেন। চড়া দামের কারনে বিক্রেতা ও ক্রেতার মধ্যে কথা কাটাকাটিও দেখতে পাওয়া গেছে। তবে বিক্রেতাদের দাবী,শীতের আগাম সবজির কারনে দাম কিছুটা বাড়তি,তবে দাম আস্তে আস্তে কমে আসবে। অন্যদিকে ক্রেতাদের দাবী,অতিরিক্ত মুনাফার লোভে দাম বাড়ানো হচ্ছে। প্রশাসনের কাছে জোর দাবী তারা যেনো বাজার মনিটরিং করে।