কুমিল্লা মডার্ণ হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান শিক্ষককে ফুলেল শুভেচছা
Published : Thursday, 2 September, 2021 at 12:00 AM
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কুমিল্লা মডার্ণ হাই স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব এ.কে.এম আক্তার হোসেনকে জার্নালিস্ট সোসাইটি ফর হিউমেন রাইটস কর্তৃক "মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড " প্রদান করা হয়। গত ২৩ আগস্ট, ২০২১ ইং তারিখে ঢাকাস্থ সেগুন বাগিচায় অবস্থিত শিশু একাডেমিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। করোনা মহামারির এই সময়টিতে তার বিচক্ষণ ও আন্তরিক মনোভাবের কারণে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান,পরীক্ষা গ্রহন, এসাইনমেন্ট গ্রহনসহ সামগ্রিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকান্ডগুলো অব্যহত রয়েছে। এতে করে শিক্ষার্থীরা পড়াশোনার সাথে নিজেদের সম্পৃক্ত রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমগুলোতে অংশগ্রহণের ব্যবস্হা করে দেন। তার এসব শিক্ষা বান্ধব কর্মসূচীগুলো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে ব্যপক আলোড়ন সৃষ্টি করে এবং নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করে। তার এই অর্জনের স্বীকৃতি স্বরূপ আজকের এই পুরষ্কার যা কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শ্রেষ্ঠত্ব আরো একবার সবার সামনে উন্মোচিত হলো।
এই গুণী প্রধান শিক্ষককে তার অভূতপূর্ব অর্জনের জন্য কুমিল্লা মডার্ণ হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। এই সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব আবুল কাসেম, সিনিয়র শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম টিপু, সিনিয়র শিক্ষক জনাব সাফিয়া বেগম শেলী, সহকারী শিক্ষক জনাব ফয়সাল আহমেদ, সহকারী শিক্ষক জনাব এম.এস শাওন, সহকারী শিক্ষক জনাব মারেক শাহ।
এ সময় এলামনাই এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন জনাব এনামুল হক ভুঁইয়া মিঠু, আজহারুল ইসলাম মিতুল, হাসিবুর রহমান তানভীর, সাফওয়ান ভূঁইয়া ও আদিবা খান।