Published : Thursday, 2 September, 2021 at 12:00 AM, Update: 02.09.2021 12:57:19 AM
স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে র্যাবের পৃথক অভিযানে ৯ চাঁদাবাজকে আটক করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) নগরীর জাঙ্গালিয়া, চান্দিনা ও দেবিদ্ধারে অভিযান চালিয়ে এই চাঁদাবাজদের আটক করা হয়। এসময় চাঁদা আদায়ের নগদ ৩০ হাজার ৮৭০
টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও চৌয়ারা এলাকায় বিশেষ অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে মোঃ আকাশ (১৯), নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মোঃ আব্দুল আলী (৩২), কুমিল্লার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের পরদেশ আহম্মেদ ভূইয়ার ছেলে মোঃ তৌফিকুর রহমান মারুফ (১৯), কুমিল্লার মুরাদনগর উপজেলার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ নুরুল ইসলাম (২১), কুমিল্লার সদর দক্ষিন উপজেলার রায়পুর গ্রামের মৃত আলী আজমের ছেলে মোঃ আব্দুল হক (২৭) ও কুমিল্লার সদর দক্ষিন উপজেলার কালিকিংকনপুর গ্রামের মৃত মোসলেম
মিয়ার ছেলে মোঃ ইউনুছ আরিফ (২৭)। এসময়ে তাদের নিকট থেকে চাঁদা আদায়ের ৬০টি ভুয়া রশিদসহ চাঁদা আদায়ের নগদ ২২ হাজার ৭০০
টাকা উদ্ধার করা হয়।
এদিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয় বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ আব্দুল হক (৪২) ও কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মোঃ রবিউল্লা (৪০)। এসময়ে তাদের নিকট থেকে চাঁদা আদায়ের নগদ ৫ হাজার৫২০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের একজন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার নয়কামতা গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে মোঃ রবিউল আলম (৪৫)। এসময়ে তার নিকট থেকে চাঁদা আদায়ের ৭০টি ভুয়া রশিদসহ চাঁদা আদায়ের নগদ ৩ হাজার২০ টাকা উদ্ধার করা হয়।