ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা এল
Published : Thursday, 2 September, 2021 at 12:00 AM, Update: 02.09.2021 12:57:23 AM
ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা এলকোভ্যাক্সের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।
দেশে আসা ফাইজার-বায়োএনটেকের টিকার এটি দ্বিতীয় চালান।
বুধবার বিকাল সাড়ে পাঁচটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত এইচ আর মিলারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩১ মে রাতে প্রথম চালানে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এ নিয়ে এই ওষুধ কোম্পানির মোট ১১ লাখ ৬২০ ডোজ কোভিড টিকা এল।
ফাইজারের এই চালান আসার আগে গত সোমবার রাতে চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ কোভিড টিকা দেশে পৌঁছে।
বিমানবন্দরে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিঞা সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ফাইজারের ১১ লাখ ডোজ এবং মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা এসেছে। এ মাসে আরও টিকা আসবে।
“আমরা আশা করছি এ মাসে আরও ৫০ লাথের বেশি ডোজ ফাইজারের টিকা পাব। করোনাভাইরাস মহামারীর এই সময়ে টিকা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিকা সরবরাহ করে সহায়তা করায় আমেরিকান সরকার এবং কোভ্যাক্সকে ধন্যবাদ জানাই।”
মার্কিন রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ৬৫ লাখ ডোজ ফাইজারের টিকা পাবে। আশা করছি এসব টিকা খুব শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে।
“এটা (টিকা) প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুত উপহার। সারাবিশ্বে ৫০০ মিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রথম দেশ হিসেবে উপহারের এই টিকা পাচ্ছে।”
টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় ফাইজার, মর্ডানা ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়াও চীন থেকে কেনা সিনোফার্মের টিকার চালান এখন নিয়মিতই আসছে দেশে।
টিকার মজুদ বাড়ায় সরকারও টিকাদান কর্মসূচির আওতা বাড়িয়েছে সাম্প্রতিক সময়ে।