মো. মিজানুর রহমান ||
কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের জামমুড়া এলাকায় আজ বুধবার (১
সেপ্টেম্বর) ভোররাতে অবৈধভাবে লালমাই পাহাড় কাটার অভিযোগে ৩ জনকে আটক করেছে
পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ আটককৃতদের
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
বিষয়টি দৈনিক কুমিল্লার কাগজকে নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
তিনি আরও জানান,
সাজাপ্রাপ্তরা হলেন-জামমুড়া গ্রামের আবুল কাশেমের পুত্র মো. অলি উল্লাহ
(২৫), একই গ্রামের আব্দুল হাকিমের পুত্র মো. সুমন হোসেন (২০) ও সালমানপুর
গ্রামের মৃত আব্দুল লতিফ এর পুত্র আবুল কালাম (৫৫)। বাংলাদেশ পরিবেশ
সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ এর ১৫(৫) এরদন্ড অনুযায়ী ৬ মাসের কারাদন্ডাদেশ
প্রদানের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, একটি
প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড়
কাটা অব্যাহত রেখেছেন। যার ফলে এলাকার জীববৈচিত্র হুমকির সম্মুখীন হচ্ছে।
এর মধ্যে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।