ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজন দেবিদ্বারে সচেতনতামূলক উন্মুক্ত বৈঠক
Published : Friday, 10 September, 2021 at 12:00 AM, Update: 10.09.2021 1:09:01 AM
কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজন দেবিদ্বারে সচেতনতামূলক উন্মুক্ত বৈঠকজেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদ মিলনায়তন ও নবিয়াবাদ কুমিল্লা মডেল কলেজ মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় করোনা ভাইরাস, মাদক, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: নুরুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত বৈঠকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য প্রদান করেন  ঢাকা গণযোগাযোগ অধিদপ্তর পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মো: তৈয়ব আলী, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর ও কুমিল্লার সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার বরকামতা ইউনিয়ন পরিষদের সদস্য মো: হারুন অর রশিদ, সদস্য মো: শাহজাহান, সদস্য মো: মফিজুর রহমান, সদস্য আলী আশরাফ, মহিলা সদস্য জমিলা বেগম, মহিলা সদস্য নার্গিস আক্তার ও মো: ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম। বক্তাগণ করোনা ভাইরাস, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু অধিকার, স্যানিটেশন, পরিবেশ, ডেঙ্গু, মাদক এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা করেন।