ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪
Published : Friday, 10 September, 2021 at 12:00 AM, Update: 10.09.2021 1:09:05 AM
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪ইসমাইল নয়ন।। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বুধবার বিকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে মহিলা মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়,থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বুধবার বিকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের বারেশ্বর-জিরুইন এর পাকা রাস্তার উপর থেকে দুইজন মহিলা মাদক ব্যবসায়ীসহ তিনজন যথাক্রমে চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের খোকন মিয়ার স্ত্রী শাহারা খাতুন(৩৭), দাউদকান্দি উপজেলার বাঁশখালি গ্রামের আরিফ হোসেনের স্ত্রী ফাইমা খাতুন(২০) এবং একই গ্রামের মৃত আনু মিয়ার ছেলে খোকন মিয়া(৩৭) তাদের উভয়ের কাছ থেকে ৩০ বোতল স্কাফ সিরাপ ও ৩৭ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
অপরদিকে একই পুলিশের দল একইদিনে উপজেলার সাহেবাবাদ গ্রামে অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানা মূলে ০১ (এক) বৎসরের বিনাশ্রম কারাদন্ড এবং ৭,০০,০০০/- টাকা জরিমানা প্রাপ্ত আসামী নগরপাড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জামাল হোসেন(৪০) আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।