ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের সভাপতি এডভোকেট আবুল হাশেম খান এমপি
Published : Sunday, 12 September, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
দীর্ঘ ১২ বছর বিনামূল্যে ডায়াবেটিক রোগীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান "ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল" এর কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে আবুল হাসেম খানকে সভাপতি নির্বাচিত করা হয়। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের সদস্যবৃন্দ নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় তিনি হাসপাতালের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান হিসাবে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসীমের হাতে তুলে দেন। তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত বক্তব্যে আবুল হাসেম খান এমপি বলেন, বর্তমানে দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল থেকে বিভিন্ন এলাকার লোকজন গত ১২ বছর যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে যাচ্ছেন। এ রকম একটি সেবামূলক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। যতদিন বেঁচে থাকব এই সেবামূলক হাসপাতালের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখব ইনশাআল্লাহ। ডাক্তার আতাউর রহমান জসিম গত ১২ বছর বিনামূল্যে এ হাসপাতালে ডায়াবেটিক রোগীদের যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন সেজন্যে তিনি তাকে অভিনন্দন জানিয়ে তার ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে এ হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডাঃ যোবায়দা হান্নান ও সাবেক সভাপতি প্রয়াত আবদুল মতিন খসরু এমপি মহোদয়ের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাসপাতালের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম। এসময় হাসপাতালের সহ-সভাপতি এডভোকেট আহম তাইফুর আলম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, ট্রেজারার অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ইসি সদস্য ডাঃ কামাল হোসেন ও আজীবন সদস্য সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু উপস্থিত ছিলেন।