শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা ব্রাহ্মণপাড়ায় প্রস্তুত শিক্ষাপ্রতিষ্ঠান
Published : Sunday, 12 September, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
দীর্ঘ বিরতির পর আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে চলছে আনন্দ পরিবেশ। বিদ্যালয়ের প্রতিটি কক্ষ ঝাড়ু দিয়ে ধোয়ামোছার কাজ সেরেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এলোমেলো বেঞ্চগুলো গোছানো হয়েছে। বারান্দার সামনে আঙিনা ও মাঠ পরিষ্কারের কাজ শেষ হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এরকম দৃশ্য। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধের পর আজ ১২ সেপ্টেম্বর রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় এমন প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের উল্লাস দেখতে পাওয়া গেছে। অভিভাবকদের মধ্যে দেখা গেছে স্বতঃস্ফূর্ততা। সরকারি বেসরকারি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে প্রস্তুতির ছাপ।
উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের প্রায় সবাই টিকাও নিয়েছেন বলে জানা গেছে। তবে কিছুসংখ্যক শিক্ষক-কর্মচারীর দ্বিতীয় ডোজ বাকি আছে। দীর্ঘ বিরতির কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় কতটা মনোযোগী হতে পারবে, সশরীর ক্লাসে এসে স্বাস্থ্যবিধি কতটা মানতে পারবে, একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানও সেগুলো কতটা বাস্তবায়ন করতে পারবে, সেটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকেই।
উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের সাথে কথা হয়, তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে ও সরকার ঘোষিত নিয়মনীতি অনুসরণ করেই শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা হবে।
কথা হয় দীর্ঘভূমি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে। তিনি জানান, দীর্ঘদিন যাবত বন্ধ থাকার পর স্কুল কলেজ চালু হওয়ায় ছাত্রছাত্রীদের পড়াশোনায় গতি ফিরে আসবে। স্বাস্থ্য সুরক্ষায় আমরা সব ধরনের ব্যবস্থা বহাল রাখব। ছাত্রছাত্রীদের মধ্যে মাস্ক পরার বিষয়টি গুরুত্বের সাথে দেখবো। সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে আমি এবং আমার শিক্ষকরা সচেষ্ট থাকবো।