ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় তাজুল ইসলাম খান চৌধুরীর দাফন সম্পন্ন
Published : Sunday, 12 September, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরীর বড় ভাই এবং রোটারী জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরীর বাবা প্রকৌশলী তাজুল ইসলাম খান চৌধুরী (হাতেম খান চৌধুরী)'র পৃথক জানাযা শেষে গতকাল ১১ সেপ্টেম্বর শনিবার বিকেলে দাফন কাজ সম্পন্ন হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল ১১ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৬টায় বার্ধক্য জনিত কারণে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। একইদিন শনিবার বাদ আসর জানাজা শেষে তাঁর নিজ গ্রাম ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। এর পূর্বে দুপুর সারে বারোটায় কুমিল্লা সদরের ঠাকুর পাড়ায় এবং বাদ জোহর কুমিল্লা টাউনহল মাঠে তার দুটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী তাজুল ইসলাম খান চৌধুরী'র মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি গণপূর্ত বিভাগের একজন সাবেক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।