ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারেল্লা (উ.) ইউনিয়নের উন্নয়নে আরো ভূমিকা রাখতে চান আবু কাউছার খাঁন
Published : Monday, 11 October, 2021 at 12:00 AM, Update: 11.10.2021 1:44:52 AM
ভারেল্লা (উ.) ইউনিয়নের উন্নয়নে আরো ভূমিকা রাখতে চান আবু কাউছার খাঁননিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ৮ নং ভারেল্লা (উ.) ইউনিয়ন শিক্ষা কৃষি ও শিল্প ক্ষেত্রে একটি সমৃদ্ধশালী জনপদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ জনপদে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সম্ভাব্য দলীয় প্রার্থী
হতে চান বর্তমান ভারেল্লা (উ.) ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য মো. আবু কাউছার খাঁন। জানা যায়- সমাজ সেবক
মো. আবু কাউছার খাঁন বর্তমান ৮ নং ভারেল্লা (উ.) ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর গ্রামে ১/১/১৯৭৪ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল গফুর খাঁন একজন নিবেদিত প্রাণ ওই সময়ের সফল মেম্বার ছিলেন। আবু কাউছার খাঁন ১৯৯০ সন থেকে বাংলাদেশ ছাত্রলীগে একজন সক্রিয় কর্মী হিসেবে যোগদান করেন । এবং এ পর্যন্ত
সময়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সমাজের উপকারে নিজেকে নিয়োজিত রেখে আসছেন। তিনি বর্তমানে কুমিল্লা (দ.) জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভারেল্লা উত্তর ইউনিয়ন শাখার সদস্য সচিব ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ঢাকা মহানগর উত্তর কাফরুল শাখার সাবেক সহ-সভাপতি এবং ওই শাখার সাবেক আহবায়ক সদস্য ও ওই শাখার সদস্যের পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর ১৪ নং ওয়ার্ড শাখা, ঢাকা সিটি কর্পোরেশন সদস্য হিসেবে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, রামচন্দ্রবিবাহ আল আকসা জামে মসজিদ রামচন্দ্রপুরের প্রতিষ্ঠাতা সহ অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। করোনা কালীন সময়ে ভারেল্লা ইউনিয়নের
বিভিন্ন গ্রামে ব্যাপক মানবিক সাহায্য সহযোগিতায় ও হাত বাড়িয়েছেন তিনি। সাবেক ও প্রয়াত আইন মন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এলাকার উন্নয়নে সহযোগিতা করেন তিনি। বর্তমান এমপি এড. আবুল হাসেম খাঁনকে ও এলাকার উন্নয়নে একইভাবে সহযোগিতা করে বর্তমান সরকারের ভিশন মিশন বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে জানান।
এছাড়া, আবু কাউছার খাঁন দেশের ক্রান্তিকালে বিএনপি বিরোধী আন্দোলনে রাজপথে ও সক্রিয় অংশ গ্রহণ করে ব্যাপক ভূমিকা রাখেন। এক বিবৃতিতে মো. আবু কাউছার খাঁন বলেন- বর্তমান সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নসহ বঙ্গবন্ধুর আদর্শ
বাস্তবায়ন, ইভটিজিং ও বাল্য বিবাহ  নিরসন এবং সুন্দর সমাজ ব্যবস্থা গঠনে একটি মাদক মুক্ত মডেল ইউনিয়ন গড়তে
তিনি ভূমিকা রাখবেন বলে জানান। এ জন্য আপামর সাধারণ ভোটার ও জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। আজীবন
নৌকার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বিধায় দলীয় মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে তিনি আশাবাদ পোষন করছেন।