Published : Monday, 11 October, 2021 at 12:31 PM, Update: 11.10.2021 12:33:57 PM
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন হোটেলে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে আফগানিস্তানে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
বিবৃতিতে নিরাপত্তাজনিত কারণে কাবুলের সেরেনা হোটেল ও সংলগ্ন এলাকায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের পক্ষ থেকেও আফগানিস্তানে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ব্রিটিশ নাগরিকরা যেন কোনও হোটেলে না থাকেন; বিশেষ করে কাবুলে সেরেনার মতো অভিজাত হোটেলে।
২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। এক পর্যায়ে তালেবানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহার করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের বেসামরিক লোকজনকেও সরিয়ে নেয়। তবে কিছু বিদেশি সাংবাদিক ও সহায়তাকর্মী এখনও কাবুলে রয়ে গেছেন। সূত্র: আল আরাবিয়া, এনডিটিভি।