চেক রিপাবলিকে নাটকীয় নির্বাচনে হেরে গেছেন প্রধানমন্ত্রী আন্দ্রেজ ব্যাবিস। এরপরই তার সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট মিলোস জিম্যান। নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ ছিলেন তিনি। সেই বৈঠকের পরপরই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে ৭৭ বছর বয়সী প্রেসিডেন্টকে।
চেক রিপাবলিকের প্রেসিডেন্ট আগে থেকেই অসুস্থ ছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালেও যেতে হয়েছিল। অসুস্থতাজনিত কারণে তিনি নির্বাচন কেন্দ্রেও যেতে পারেননি। পরে বাসভবনে থেকেই ভোট দেন তিনি।
প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রীর বড় সমর্থক। প্রেসিডেন্টই নিয়মতান্ত্রিকভাবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নির্বাচনে ভূমিকা রাখেন। এখন প্রেসিডেন্টই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তার। খুব সামান্য ব্যবধানে বিরোধী দলের কাছে হেরেছেন প্রধানমন্ত্রী।
এরইমধ্যে বিরোধী দল জোটবদ্ধ সরকার গঠনের ইচ্ছা ব্যক্ত করেছে। এদিকে বর্তমান প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট অনুমোদন দিলে তিনি সরকারে নেতৃত্ব দিয়ে যাবেন।
সূত্র : আল জাজিরা