কুমিল্লার দেবিদ্বারে উপজেলার বরকামতা ইউনিয়নে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিট পুলিশিং কার্যক্রম ও আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বরকামতা ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়াম্যান মো. নুরুল ইসলাম’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান। সভায় প্রধান অতিথি’র বক্তব্য থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, আসন্ন শীতে চুরি ডাকাতি বাড়তে পারে, গ্রাম পুলিশ-জনতার সমন্বয়ে পাহারা টিম গঠন ও রাত্রিকালে পুলিশি টহল টিমের সাথে সমন্বয় করে পাহারা দিতে হবে। মাননীয় পুলিশ সুপারের নির্দেশে এলাকায় অভিযোগ বক্স ও সিসি ক্যামেরার আওয়াতায় আনা হয়েছে। আপনারা আপনাদের সমস্যার কথা আমাদের বলতে না পারলে অভিযোগ বক্সে লিখে দেন আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নেব। পরে
গ্রাম পুলিশ’র মাঝে টচ্লাইট, বাঁশি বিতরণ ও ইউনিয়ন পরিষদ অফিসে সিসি ক্যামেরা এবং অভিযোগ বক্স উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপপরির্দশক (এস আই) মো. সোহরাব হোসেন, বরকামতা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. বশির আহমেদ, সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, আওয়ামীলীগ নেতা মির্জা বাহাদুর, ইউপি সদস্য মো. মফিজুর রহমান সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।