জঙ্গি গোষ্ঠী আইএসের দ্বিতীয় প্রধান নেতা ও অর্থনৈতিক প্রধান সামি জসিম আল-জাবুরিকে গ্রেফতার করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী।
সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমি। তাকে ইরাকের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান ইরাকের প্রধানমন্ত্রী। খবর-আল জাজিরার।
এক টুইট বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ‘যখন আমাদের নিরাপত্তা বাহিনী ইরাকের নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন, তখন তাদের সহকর্মীরা (ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা) একটি জটিল বহিঃঅভিযান পরিচালনা করে সামি জসিমকে গ্রেফতার করেছে।’
আইএসের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নেতা আবু বকর আল বাগদাদির এক সময়ের প্রধান সহকারী জাবুরি বর্তমানে গোষ্ঠীটির আর্থিক ব্যবস্থাপনা বিভাগ দেখাশোনার দায়িত্বে আছেন। ২০১৯ সালের ২৬ অক্টোবর সিরিয়াতে এক মার্কিন অভিযানে নিহত হন বাগদাদি। তারপর থেকে এই দায়িত্বে আছেন জাবুরি।