ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে ভূলইন দক্ষিণ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
Published : Saturday, 23 October, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা, স্লোগানকে ধারণ করে কুমিল্লার লালমাই উপজেলার ৪নং ভূলইন দক্ষিণ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ সংলগ্ন( ভূশ্চি বাজার) মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কানিজ ফাতেমার সভাপতিত্বে ও ভূলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন সাবেক সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন, বিশেষ অতিথি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর বেগম , ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, জেলা পরিষদের মহিলা সদস্য সালমা আক্তার বিউটি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর হাজেরা,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ- সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, স্হানীয় চেয়ারম্যান একরামুল হক, সাবেক চেয়ারম্যান ডা. তৈয়ব আলী, ভূলইন উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, সদস্য মুজিবুর রহমান মুজিব, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন,  ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ।  
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী বান্ধব সরকার, নারীদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সন্মেলন শেষে  নুরজাহান বেগম কে সভাপতি ও কাজল রানীকে সাধারণ সম্পাদক এবং মেহেরুন্নেছা চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি করতে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, স্হানীয় চেয়ারম্যানকে এক সপ্তাহ সময় দিয়ে দায়িত্ব দেওয়া হয়।