ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে সম্প্রীতি সমাবেশ
Published : Saturday, 23 October, 2021 at 12:00 AM
  শাহীন আলম, দেবিদ্বার।
দেশব্যাপী মণ্ডপে-মন্দির, হিন্দুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে দেবিদ্বার সাম্প্রদায়িক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ছেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। উপজেলা  স্বেচ্ছাসবেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আবদুল মান্নান মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, এসএ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা আনোয়ার পারভেজ, দেবিদ্বার থানার এএসআই মো.আজিজুর রহমান।
 প্রধান অতিথির বক্তব্যে ওসি আরিফুর রহমান বলেন, যারাই দেশের সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করতে এই ধরণের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ধর্ম, বর্ণ, পেশার বিবেকবান মানুষ, আলেম-ওলামাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার আহবান জানান ওসি। প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম বলেন, কেন্দ্রীয় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে  দেশে যারা অরাজকতা বিশৃঙখলা করার চেষ্টা করবে তা  শক্ত হাতে প্রতিহত করা হবে। আমরা সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’।
হাসিবুল হাসানের পরিচালনায় জি আবদুল মান্নান মোল্লা বলেন, সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সমাজবদ্ধ মানুষের একত্রে বসবাস বা শন্তিপূর্ণ সহাবস্থান করার মানসিকতা গড়ে উঠেছে। এর সুবাদে গড়ে উঠেছে পারস্পরিক বন্ধুত্ব মানসিকতা ও আচার-আচরণ। কিন্তু একটি চক্র ক্ষমতায় আসার জন্য তুচ্ছ কারণে দেশে অরাজকতা নষ্ট করার পায়তরা করছে, বাঙালীদের মাঝে হাজার বছরের সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত করছে তা হতে দেয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব অরাজকতা বীজ উপুরে ফেলে শান্তির বাংলাদেশ গড়ে তুলব।