ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাঙ্গলকোটে লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান
Published : Saturday, 23 October, 2021 at 12:00 AM, Update: 23.10.2021 12:59:45 AM
লাঙ্গলকোটে লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদাননিজস্ব প্রতিবেদক।। প্রায় ৫০০ রোগীকে নাঙ্গলকোটে লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আজিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প চলে। সেখানে নেত্র নালী, চোখের ছানিসহ চোখের যাবতীয় চিকিৎসা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব কুমিল্লার সভাপতি লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক সভাপতি স্বপন কুমার ভৌমিক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃআবদুল আউয়াল সরকার।
সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন, লায়ন মোঃজসিম উদ্দিন, লায়ন ইব্রাহিম ভূইয়া, লায়ন জসিম উদ্দিন মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন,৭ নং হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল আহমেদ ভূইয়া, আজিয়াপাড়া ৭নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ আহাম্মদ।
লায়ন্স ক্লাব অব কুমিল্লার আয়োজনে ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি কুমিল্লার সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি কুমিল্লার সাধারন সম্পাদক ও জেলা গভর্নর এর উপদেষ্টা লায়ন ডাঃ এ কে এম আব্দুস সেলিম বলেন, আমরা মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেব। আজকে গ্রাম পর্যায়ে এমনকি ইউনিয়ন পর্যায়ে আমরা স্বাস্থ্য সেবা পৌছাতে সক্ষম হয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে।