Published : Saturday, 23 October, 2021 at 12:00 AM, Update: 23.10.2021 12:59:55 AM
প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মাঝি হতে চান বিশিষ্ট ব্যবসায়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আবদুল মালেক ।
নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার তার নিজ গ্রাম বেলঘরের বাড়ীতে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ , কৃষকলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি তার বক্তব্যে বলেন আমি একজন সাধারণ মানুষ বহু ত্যাগ তিতিক্ষার পর আজকের অবস্থানে এসেছি। আমি কি আপনারা সবাই জানেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং বিশ্বসেরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির নির্দেশে নৌকা প্রতীকে নির্বাচন করে বেলঘর উত্তর ইউনিয়নের জনগণের সেবা করতে চাই।, জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের পতাকা তলে ছিলাম আছি থাকবো, আওয়ামী লীগের দুর্দিনে কারা ছিলো তা ভাববার সময় হয়েছে। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার সাত মেয়ে বিয়ে হয়ে গেছে তাই আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক কাজ পরিচালনা করে আশার পাশাপাশি এলাকায় জনসেবা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি।একইভাবে তিনি করোনাকালীন নিজ এলাকায় সহস্রাধিক অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা, বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, অসহায় গরীব মানুষদের সাহায্য সহায়তা করেছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মাষ্টার ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, সদস্য মোঃ জামাল হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়াতুলআবাদ খোকন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউসুফ আলী মজুমদার, ইউনিয়ন যুবলীগ নেতা মাষ্টার মোখলেছুর রহমান লিটন, শামীম আল নোয়ান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেন মালেক ভাই একজন ভালো মানুষ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন তিনি যেন জনগণের সেবা করার সুযোগ পান