ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা
Published : Tuesday, 26 October, 2021 at 12:00 AM, Update: 26.10.2021 1:22:20 AM
দেবীদ্বারে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা এবিএম আতিকুর রহমান বাশার:
শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকারের উদ্যোগে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু পরিবার এবং শেখ রাসেলকে জানতে একটি সহায়ক মাইল ফলক। ইতিহাস ঐতিহ্যগাঁথা জানান দিতে ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন এবার দেবীদ্বারের ঐতিহ্যবাহী এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেগেছেন প্রবাসী মুজিবনগর সরকারের উপদেষ্টা ন্যাপ প্রধান প্রয়াত অধ্যাপক মোজাফ্ফ আহমেদ’র পিতা শিক্ষাবীদ কেয়াম উদ্দিন।  
সোমবার বেলা ২টা থেকে ২.২৫ মিনিট এবং ৩টা থেকে ৩.২৫মিঃ পর্যন্ত ওই বিদ্যালয়ে ২৫ নম্বরের পরীক্ষায় এলাহাবাদ উচ্চ বিদ্যালয়, ফুলতলী উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, এলাহাবাদ ডি,এস দাখিল মাদ্রাসা, মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। এদের মধ্যে প্রথম বিজয়ী ৩০জনকে শেখ রাসেলের জীবন কথা ও আগামী ২৯অক্টোবর চুড়ান্ত কুইজ পর্বে অংশগ্রহনের জন্য ইয়েস কার্ড দেয়া হয়। জুনিয়র এবং সিনিয়র দুই ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারনে ৩জন করে ৬জনকে সম্মাননা ক্রেষ্ট, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ভ্যাণু প্রতিষ্ঠান প্রধানকে ক্রেষ্ট এবং কুইজে অংশ নেয়া প্রতিটি শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার হিসেবে খাতা ও কলম উপহার দেয়া হয়।
‘শেখ রাসেল কুইজ প্রতিযোগীতা উদযাপন কমিটি’র আহবায়ক শাহীনূর আক্তার লিপির সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন টিটু ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শেখ রাসেল কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদা আক্তার মায়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাপ দেবীদ্বার উপজেলা সভাপতি অনিল চক্রবর্ত্তী, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পরিমল বিকাশ দত্ত, নতুন সময় পত্রিকার সম্পাদক মমিনুর রহমান বুলবুল মাষ্টার, কৃষকলীগ কুমিল্লা (উঃ) জেলা সদস্য সচিব মোঃ সেলিম ভূঁইয়া, কৃষকলীগ নেতা সুজিত পোদ্দার।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডাঃ কবির হোসেন, আব্দুর রহমান ভূঁইয়া বাবলু, নাসিম সরকার, মনির হোসেন, মোঃ ইউনুছ শান্ত, নারী নেত্রী আয়শা আলী মুক্তা, শামিমা আক্তার রিমা প্রমূখ।
প্রধান অতিথি আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদা আক্তার মায়া বলেন, আমেরিকা প্রবাসী মানবতার সেবক ডাঃ ফেরদৌস খন্দকার তার নিজ এলাকা দেবীদ্বারে কোভিড-১৯’র চিকিৎসাসেবা, ঔষধ, খাদ্য, ফলফলাদীদানে সেবার পাশাপাশি দরিদ্র অসহায়দের খাদ্য সহায়তা, দরিদ্র রোগিদের ব্যয়বহুল চিকিৎসা সহায়তা, গৃহহীনদের গৃহদান, বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানে নানা বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকের উন্নয়নে কৃষি উপকরন ও ট্রাক্টর বিতরণ, বেহাল সড়কের উন্নয়ন, শিশু-কিশোরদের সুস্থ্য দেহ, মন ও প্রকৃত শিক্ষার্জনে শিক্ষার পরিবেশ তৈরী, শিক্ষার উপকরন ও বৃত্তি প্রদান, মাদক ছেড়ে খেলাধূলায় আগ্রহী হতে ফুটবল টুর্নাম্যান্ট সহ নানা খেলাধূলার আয়োজন, জীববৈচিত্র পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং অক্সিজেন ফ্যাক্টরী তৈরীতে, গাছে গাছে পাখীর বাসা তৈরী, সড়কের পাশে ও বাড়ির আঙ্গীনায় বৃক্ষ রোপনে এক অভূতপূর্ব অবদান রেখে চলেছেন।
ন্যাপ দেবীদ্বার উপজেলা সভাপতি অনিল চক্রবর্ত্তী বলেন, করোনা ঝুকি সামলে দির্ঘ দেড়বছর পর শেখ রাসেল কুইজ প্রতিযোগীতাকে কেন্দ্র করে আজ ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও এ কুইজ প্রতিযোগীতাকে কেন্দ্র করে মক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ রাসেল সম্পর্কে জানার সুযোগ হয়েছে। শেখ রাসেল কুইজ প্রতিযোগীতার উদ্যোক্তা আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকার ও স্থানীয় আয়োজকদের অভিনন্দন।
এবার আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু পরিবারের ইতিহাস ঐতিহ্যগাঁথা জানান দিতে ‘শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগীতার আয়োজন করেছেন। তারই অংশ হিসেবে আজকের এ আয়োজন।