Published : Saturday, 30 October, 2021 at 12:00 AM, Update: 30.10.2021 12:48:49 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
নিউইয়ার্ক প্রবাসী ডা.ফেরদৌস খন্দাকারের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কুইজ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দেবিদ্বার উপজেলার রেয়াজ উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিকলীগহ নেতা মো.কাউছার হায়দারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো.সেলিম রেজা সৌরভ বলেন, ১৯৬৪ সালে শেখ রাসেলের জন্ম হয়েছিল। কিন্তু তার জীবনটা শেষ হয়ে যায় ঘাতকের নির্মম বুলেটে। কুঁড়িতেই শেষ হয়ে যায় একটি ফুল, সেই রাসেল আর ফুটতে পারেনি। এ হত্যাকাণ্ড ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক। দেশজুড়ে তখন ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বঙ্গবন্ধু ব্যস্ত মুক্তিকামী জাতিকে চূড়ান্তভাবে প্রস্তুত করতে। স্বৈরাচার আইয়ুববিরোধী আন্দোলন এবং দেশের স্বাধীনতার চূড়ান্ত পটভূমি তৈরির জন্য দেশজুড়ে তখন জনসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। অন্যদিকে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের তত্ত্ববাবধানে, ধানমন্ডির ৩২ নম্বর সড়কেও চলছিল, পরিবারের মাথা গোঁজার জন্য একটি বাড়ি নির্মাণের কাজ। এমন এক কর্মমুখর সময়ে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠলো সদ্য ভূমিষ্ট এক শিশু। ওই বছরের ১৮ অক্টোবর, কার্তিকের প্রথম দিবস, চারপাশে হেমন্তের সুবাস ছড়িয়ে জন্ম নিলো শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বেগমের সর্বকনিষ্ঠ সন্তান।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার সদস্য সচিব শাহিনুর লিপির সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর, সাংবাদিক আতিকুর রহমান বাসার, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. লুৎফুর রহমান বাবুল, সাবেক অধ্যক্ষ মোসা.রাশেদা বেগম, বাংলাদেশ শিক্ষাসেবা ফাউন্ডেশনের উপজেলা সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম। পরে চূড়ান্ত বিজয়ী তিনজনকে ল্যাপটপ উপহারসহ সর্বমোট ৪০জনকে বিজয়ীকে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা।