উসকানিমূলক টিকটকের জেরে তুরস্ক থেকে কয়েকজন সিরিয়ার নাগরিককে বের করে দেওয়া হচ্ছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইস্তামবুলের পুলিশ ঘৃণা ছড়ানোর অভিযোগে দেশটিতে আশ্রয় নেওয়া সিরিয়ার ১১ নাগরিককে গ্রেফতার করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত গত ১৭ অক্টোবর। এদিন সিরিয়ার নাগরিকদের করা একটি কলা খাওয়ার ভিডিও নিয়ে তুরস্কের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনার আগে তুরস্কের একটি অনলাইন নিউজ পোর্টাল ইস্তামবুলের রাস্তায় এক সিরিয়ান তরুণী ও কয়েকজন তুর্কি নাগরিকের মধ্য তর্কাতর্কির একটি ভিডিও প্রকাশ করে।
ওই ভিডিওতে সিরিয়ার তরুণীকে মধ্যবয়সী এক তুর্কি নাগরিক বলেন, দতোমরা সুখে বসবাস করছো। আমি একটা কলা পর্যন্ত খেতে পারি না। অথচ তোমরা কেজি কেজি কলা কিনছো।
ওই ভিডিওতে আরেক নারী, সিরিয়ায় গিয়ে যুদ্ধ না করার জন্য সিরিয়ানদের সমালোচনা করেন।
অনলাইনে এই ভিডিওর জবাবে টিকটকে একটি ভিডিও পোস্ট করা হয়। ওই টিকটক ভিডিওতে একটি নাপিতের দোকানে কয়েকজন যুবককে হাসতে দেখা যায়। এই ভিডিওর ব্যাকগ্রাউডে নিউজপোর্টালে প্রকাশ হওয়া তুর্কি নাগরিকের সেই কথাগুলো বাজছিল।
এই টিকটক ভিডিও’র পর তুরস্কের নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
গত বুধবার তুরস্কের অভিবাসন বিভাগের পরিচালক এক বিজ্ঞপ্তিতে বলেন, সকল উসকানিমূলক ভিডিও উন্মোচনের কাজ চলছে। যারা ভিডিও করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এরপর শনিবার তুরস্কের অভিবাসন বিভাগ জানিয়েছে, তুরস্কের পশ্চিম ইজমির শহর থেকে এক শিশুসহ আট সিরিয়ানকে আটক করা হয়েছে। বিভাগটি এক বিবৃতিতে বলে, বিচার বিভাগের নির্দেশনায় সাতজন বিদেশিকে প্রত্যার্পণ করা হবে। তবে তাদেরকে কোথায় প্রত্যার্র্পণ করা হবে বিবৃতিতে সেটা বলা হয়নি।