ইরানের তেল স্টেশনে সম্প্রতি যে সাইবার হামলা হয়েছে তার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের হাত থাকতে পারে। ইরানের একজন জেনারেল এ মন্তব্য করছেন। ওই সাইবার হামলার ফলে ইরানের তেল স্টেশনগুলো একদিন বন্ধ ছিল। রোববার (৩১ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল গোলামরেজা জালালি বলেন, আগের দুইটি হামলার সঙ্গে এ হামলার মিল রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, এ ধরনের অপরাধীরা আমাদের শত্রু। আগের রেল ও শহীদ রাজাইবন্দরে সাইবার হামলা বিশ্লেষণ করে এ হামলার সঙ্গে মিল খুঁজে পাওয়ার কথাও জানান তিনি।
ইরানের পরিবহন মন্ত্রণালয় জানায়, জুলাই মাসে চালানো একটি সাইবার হামলায় তাদের রেল ব্যবস্থার কম্পিউটার সিস্টেম ও ওয়েবসাইটের ক্ষতি হয়। এছাড়া গত বছরের মে মাসে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালীতে ইরানের শাহিদ রাজাইবন্দরে সাইবার হামলা চালায় ইসরায়েল। বৈশ্বিক তেলের চালানের জন্য এটি একটি কৌশলগত পথ।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ইরানের তেল স্টেশনকে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। এতে স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। পরে ইরানি কর্তৃপক্ষ অনলাইনের পরিবর্তে অফ-লাইনে তেল বিক্রি করে পরিস্থিতি সামাল দেয়।
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, অপরাধীরা ইরানের জনগণকে নেতাদের বিরুদ্ধে উসকানি দিচ্ছে।
এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) জ্বালানিতে ভর্তুকি দেয় ইরানের এমন একটি সরকারি বিভাগে সাইবার হামলা চালানো হয়। এতে ইরানের প্রায় সব তেল-গ্যাস স্টেশন সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়।