বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। তারপর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। টানা দুই ম্যাচে হেরে রীতিমতো চাপে পড়ে গেছে বিরাট কোহলি বাহিনী।
তাদের সেমিফাইনালে যাওয়ার আশা কি তবে এখানেই শেষ? তা নিয়ে চলছে নানা জল্পনা।
যদি টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে জায়গা পাকা করতে হয় তাহলে বিরাট কোহলিদের বাকি তিনটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবেই। তবে শুধু বড় ব্যবধানে জিতলেই চলবে না আফগানিস্তান, পাকিস্তান ও নিউজিল্যান্ডের দিকেই তাকিয়ে থাকতে হবে।
এ অবস্থায় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি মনে করেন এখনই আশা ছাড়ছেন না তিনি।
কোহলি জানান, আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। হিসাব করে ঝুঁকি নিতে হবে। চাপ কাটিয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে। এখনও অনেক খেলা বাকি রয়েছে।