লুটন শহরের বাড়ি ছেড়ে কাজের জন্য অন্যত্র বসবাস করতেন যুক্তরাজ্যের এক ব্যক্তি। হঠাৎ প্রতিবেশির কাছ থেকে ফোন পেলেন তার বাড়িতে অন্য কেউ থাকছে। পরের দিন বাড়ি ফিরে নিজের চাবি দিয়ে দরজা খুলতে গেলে তালা আর খোলে না। পরে ভেতর থেকে অন্য এক ব্যক্তি বেরিয়ে আসেন। জানান বাড়িটি কিনে নিয়েছে আরেক ব্যক্তি আর তা সংস্কারের কাজ করছেন তিনি।
যুক্তরাজ্যের লুটন শহরের বাসিন্দা মাইক হলের সঙ্গে ঘটেছে এমন ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, তার পরিচয় চুরি করে বাড়িটি বিক্রি করা হয়েছে আর ব্যাংক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, এতে কোনও জালিয়াতির ঘটনা ঘটেনি কিন্তু এটি তদন্ত করে দেখা হচ্ছে।
নর্থ ওয়েলসে কাজের জন্য বসবাস করেন মাইক হল। গত ২০ আগস্ট লুটনের এক প্রতিবেশির কাছ থেকে জানতে পারেন তার বাড়িতে কেউ রয়েছে আর বাড়ির সব লাইট জ্বালানো। পরদিন লুটনে হাজির হন তিনি। তিনি বলেন, ‘আমি সামনের দরজায় গেলাম, চাবি দিয়ে চেষ্টা করে সামনের দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। আর অন্য এক লোক আমার সামনের দরজা খুলে দিলো। তাকে ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। সত্যিই জানতাম না তিনি বাড়িতে কী করছেন। দেখলাম বাড়ির সব আসবাব ছিনতাই হয়ে গেছে, কার্পেট, পর্দাসহ সবকিছু।’
ওই লোকটি মাইক হলকে বলেন তিনি বাড়িতে কাজ করছেন। এর জবাবে তিনি বলেন, ‘আমি বাড়ি বিক্রি করিনি। এটা এখনও আমার সম্পত্তি।’ মাইক হল পুলিশকে ফোন করেন। কিন্তু নির্মাণকারক ফিরে গিয়ে নতুন মালিকের বাবাকে ডেকে নিয়ে ফিরে আসে। তিনি এসে জানান, গত জুলাইতে তারা বাড়িটি কিনেছেন।
মাইক হল জানান, তিনি অনলাইনে ভূমি রেজিস্ট্রেশন দফতরের নিবন্ধন খুলে দেখতে পান গত ৪ আগস্ট বাড়িটি অপর ব্যক্তির নামে নিবন্ধিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে পুলিশের দাবি এখানে তাদের কিছু করার নেই। এটা সিভিল বিষয়। সুতরাং তাকে বাড়ি ছেড়ে দিয়ে আইনজীবীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ।