অধ্যাপক আব্দুল মজিদ কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
Published : Tuesday, 2 November, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদ।
কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মির্জা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ, ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আব্দুল কাইয়ুম, হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মনিরুল হক, কাজী মোশাররফ হোসেন।
মতবিনিময় সভা শেষে পরীক্ষার্থীদের মাঝে মডেল টেস্ট পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জনকারী মানবিক বিভাগের জান্নাতুল ইসলাম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ব্যবসায় শিক্ষার শ্যামল চন্দ্র দাসকে আলহাজ্ব অধ্যক্ষ আবদুল মজিদের ব্যক্তিগত তহবিল থেকে পুরস্কৃত করা হয়।