লালমাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা
Published : Tuesday, 2 November, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার (১ নভেম্বর) উপজেলা অডিটোরিয়াম ভবনে এক অনুষ্ঠানে এসব আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল হাসনাত, যুব সংগঠক আবু তাহের রনি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
ইউএনও সাজিয়া আফরোজ তার বক্তব্যে বলেন, আমরা বীরের জাতি, আমাদের যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য আশার আলো নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা তাদের লক্ষ্যে পৌছে যাবে এবং সফল হবে। যুবকদের মাধ্যমে বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বঙ্গ ভবনে বসে থাকেন না। বাংলাদেশ কিভাবে ভাল থাকবে সেই চিন্তা চেতনা নিয়ে সবসময় ভাবেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুই স্বপ্নই দেখান না। স্বপ্ন তিনি বাস্তবে পূরণ করে দেখান। যে কারণে বাংলাদেশ আজ অনেক ভাল অবস্থানে রয়েছে।