ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই মাদক সেবীর পাঁচ মাসের কারাদণ্ড
Published : Tuesday, 2 November, 2021 at 12:00 AM, Update: 02.11.2021 1:15:12 AM
চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই মাদক সেবীর পাঁচ মাসের কারাদণ্ডরণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় মাদক সেবনের অভিযোগে দুই মাদক সেবীকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১ নভেম্বর) দুপুরে মো. রাজন (৪২) ও রাসেল আহমেদ (৩২)কে পাঁচমাস করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন্নাহার।
সাজাপ্রাপ্ত মো. রাজন চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত আলী আকবর এর ছেলে ও রাসেল আহমেদ একই গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. নোমান হোসেন জানান, চান্দিনা বাজার এলাকায় গাঁজা সেবনের সময় তাদেরকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন্নাহার।