ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিন গোলে এগিয়ে থেকেও জয় পেলো না বার্সেলোনা
Published : Sunday, 7 November, 2021 at 1:15 PM
তিন গোলে এগিয়ে থেকেও জয় পেলো না বার্সেলোনাস্প্যানিশ লা লিগায় টানা তিন ম্যাচ জয়হীন বার্সেলোনা। বিপর্যয় কাটাতে রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করে নতুন অন্তর্র্বতীকালীন কোচও নিয়োগ দিয়েছে দলটি। এরপর শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে শুরুতেই ৩ গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। এরপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।
প্রতিপক্ষের মাঠে গতকাল নাটকীয় লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে ৩৫ মিনিটের মধ্যে তিন গোল দিয়েছিলেন আনসু ফাতি, সার্জিও বুসকেটস ও মেমফিস ডিপাই। এরপর স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন ইয়াগো আসপাস, অন্য গোল করেন নলিতো।

এ নিয়ে লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকল বার্সেলোনা। আগের তিন রাউন্ডে রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর আলাভেসের বিপক্ষে ড্র করেছিল ব্লু গ্রানারা।

সেল্টার মাঠে প্রথমার্ধে ছিল বার্সেলোনার একচ্ছত্র আধিপত্য। ফাতি, বুসকেতস ও ডিপাইয়ের গোলে জয়ে ফেরার সম্ভাবনা বেশ ভালোভাবেই জাগিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে একটু একটু করে জয়ের লাগাম হারায় তারা।

সেল্টার জালে গোলের শুরু পঞ্চম মিনিটে। জর্ডি আলবার লম্বা ক্রস ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কিছুটা জায়গা করে নেন ফাতি। এরপর দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে দারুণ শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তরুণ এই ফরোয়ার্ড।

অষ্টাদশ মিনিটে আচমকা দ্বিতীয় গোলটি পেয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে কোনো বাধা ছাড়াই সার্জিও বুসকেটসের নেয়া নিচু শট বাঁক খেয়ে জালে জড়ায়। এরপর ৩৪তম মিনিটে আলবার ক্রসে ডিপাই গোল করলে বড় জয়ের স্বপ্ন দেখতে থাকে বার্সা।

তবে কাতালান ক্লাবটির আনন্দ সে পর্যন্তই। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাতির বদলি নামেন বালদে মার্টিনেজ। এরপর থেকে একটু একটু করে দৃশ্যপটে বদল আসতে থাকে। ৫২তম মিনিটে প্রথম গোল করেন আসপাস।

ঘুরে দাঁড়ানো গোল পাওয়ার পর উজ্জীবিত ফুটবল খেলা সেল্টা ম্যাচ জমিয়ে তোলে ৭৪তম মিনিটে। সের্ভির ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন নলিতো। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গালানের ক্রস ধরে দারুণ কোনাকুনি শটে জাল খুঁজে নেন আসপাস। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে সেল্টার গ্যালারি।

লা লিগায় ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে তারা।