চাঁদপুরে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিক ভাবে নির্বাচিতদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় চাঁদপুর পুলিশ লাইন্স ডিলসেডে এ ব্রিফিংসভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অপরাধ) সুদিপ্ত রায়ের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার মঈনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম( বার)।
তিনি বলেন, মাত্র ১ শ টাকায় পুলিশের চাকুরি পেল চাঁদপুরের মেধাবী ৫০ জন বেকার যুবক যুবতী। আইজিপি বেনজির আহমেদের দিক নির্দেশনায় বিনা খরচে চাকুরি পেল তারা ।তোমরা যারা পুলিশের চাকুরিতে প্রাথমিক ভাবে নির্বাচিত হলে আগামী ১০ নভেম্বের সকাল ৭ টার মধ্যে চাঁদপুর পুলিশ লাইন্সে উপস্হিত থাকতে হবে। কোনো প্রার্থী বিলম্ব করলে ঢাকার প্রশিক্ষণ থেকে বাদ পরতে পারো। তাই তোমরা ময়ের প্রতি খেয়াল রাখতে হবে।তবে আইজিপি বেনজির আহমেদের বিচক্ষনতায় সাহসী ও মেধাবীদের কে পুলিশে চাকুরী দেয়া হয়েছে। তোমরা সৎ ও নিষ্ঠার সাথে দেশের ও রাস্ট্রের যে দায়িত্ব দেয়া হবে তা পালন করবে।তোমরা পুলিশের চাকুরীতে যোগদান করে পরিবারের দুঃখ দুদর্শা ঘুচাবে। পিতা মাতার মুখে হাসি ফুটাবে। তোমাদের স্বাস্হ্য পরীক্ষা হবে, তবে কোনো খরচ লাগবে না। বিনা খরচে স্বাস্হ্য পরীক্ষা হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ মাসুদ রানা প্রমুখ।