কুমিল্লার চান্দিনা পৌরসভায় বাংলাদেশে ভবিষ্যৎ নগরায়ন কার্যক্রম অনুসরণের জন্য সম্ভাব্য সমীক্ষার অংশ হিসেবে এমজিএসপি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দা।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, এমজিএসপি’র সিনিয়র আর্কিটেক্ট মো. হেলাল উদ্দিন, মো. মাহাবুবুর রহমান, মো. সাইফুর রহমান, মো. আওলাদ হোসেন, আহমেদ আবু জায়েদ, পৌর সচিব মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুর রব, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর আকতার আহমেদ নাদিম, কাউন্সিলর কাজী তোফায়েল আহমেদ, কাউন্সিলর আবু কাউসার, কাউন্সিলর ইঞ্জি. নাজমূল, কাউন্সিলর নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন প্রমুখ।