পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাঁ-পায়ের গোড়ালি ভেঙ্গে যাওয়ায় চার মাসের জন্য খেলা থেকে ছিটকে পড়লেন জাতীয় কাবাডি দলের অধিনায়ক মাসুদ করিম।
৩ নভেম্বর গোড়ালি ভেঙ্গে যাওয়ার পরদিন রাজধানীর একটি হাসপাতালে মাসুদের পায়ের অপারেশন করেছেন ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালের ডাক্তার বিজয় টি.কে তিতাস।
মাসুদ করিম জানিয়েছেন, ‘ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে ৩ থেকে ৪ মাস খেলার বাইরে থাকতে হবে। আগামী দেড় মাস কোনভাবেই আমার হাটা যাবে না। তাই ভারতের প্রো-কাবডি খেলতে পারছি না এবার।’
আগামী ২২ নভেম্বর শুরু হবে ভারতের প্রো-কাবাডি। জাতীয় দল ও পুলিশ দলের এই রেইডারের খেলার কথা ছিল উত্তর প্রদেশ (ইউপি) যোদ্ধার হয়ে। এর আগেও ২০১৮ ও ২০১৯ সালে প্রো-কাবাডি খেলেছেন মাসুদ রানা। গত বছর হয়নি করোনার কারণে।
মাসুদ ছিটকে গেলেও প্রো-কাবাডি খেলবেন বাংলাদেশের দুই খেলোয়াড় তুহিন তরফদার ও জিয়াউর রহমান। তুহিনকে নিয়েছে তামিল তালাইভাস ও জিয়াউর রহমানকে নিয়েছে বেঙ্গালুরু বুলস।