টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর ধারণা করা হচ্ছিল, বাংলাদেশ দলে আমূল পরিবর্তন আসছে। কিন্তু বিশ্বকাপ পরবর্তী পাকিস্তান সিরিজের দলে খুব বেশি পরিবর্তন আনার পক্ষে নন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। বিশ্বকাপের ফর্মহীনতায় চোখ না রেখে কেবল ইনজুরি বিবেচনা নিয়ে পাকিস্তান সিরিজের দলে পরিবর্তন আনা হবে। সাবেক অধিনায়ক এই তথ্য দিয়ে জানিয়েছেন, ১৬ নভেম্বর ঘোষণা করা হবে টি-টোয়েন্টি দল।
মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকারসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ঘোষণার কথা ছিল নির্বাচকদের। কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে সরে এসেছেন নির্বাচকসহ টিম ম্যানেজমেন্ট। শুধু যাদের ইনজুরি সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের বাদ দিয়ে বিশ্বকাপ দলটাই থাকছে পাকিস্তান সিরিজে।
আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমে আকরাম শুনিয়েছেন তেমন কথাই, ‘খেলোয়াড়রা যে খারাপ খেলেছে শুধু সেটা কাউন্ট করলেই তো হবে না। পুরো দল পরিবর্তন করলেই ফল আসবে, এমন ধারণা ভুল। হ্যাঁ কিছু খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা ভালো ছিল, আশা ছিল, কিন্তু তারা পারেনি। কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে। সেখানে নতুন খেলোয়াড় দেখা যেতে পারে। দুই-একজন পরিবর্তন হতে পারে।’
গত ১০ নভেম্বর দল ঘোষণার কথা ছিল বিসিবির। কিন্তু কয়েক দফা মিটিং করেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি নির্বাচকরা। টিম ম্যানেজেমেন্টের সঙ্গে আলাচনা সারতে পারেননি নির্বাচকরা, সেটি হয়ে গেলেই ১৫ নভেম্বর নির্বাচকরা ক্রিকেট পরিচালনা বিভাগে দল দিয়ে দেবেন। তারপর ক্রিকেট অফিস থেকে দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আকরাম, ‘দল আজ (শনিবার) দেওয়ার কথা ছিল না। কোচ, নির্বাচক, কিছু খেলোয়াড়, পরিচালক- সবার সঙ্গে আমরা আলাপ-আলোচনা করেছি। উনারা (নির্বাচকরা) ১৫ নভেম্বর দল দেবেন, আমরা ১৬ নভেম্বর ঘোষণা করে দেবো।’