ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৭ বছর পর একরাম হত্যা মামলার ফাঁসির আসামি গ্রেফতার
Published : Saturday, 13 November, 2021 at 7:11 PM
৭ বছর পর একরাম হত্যা মামলার ফাঁসির আসামি গ্রেফতারফেনীর আলোচিত উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউর রহমান বাপ্পিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার বাপ্পি ফেনী শহরের বিরিঞ্চি এলাকার মো. হানিফের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৪ সালের ২০ মে তৎকালীন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক একরামকে প্রকাশ্যে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে নিজ দলীয়রা। এ ঘটনায় গ্রেফতার জিয়াউর রহমান বাপ্পিসহ ১৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে জামিনে বের হয়ে পালিয়ে যান বাপ্পি।

২০১৮ সালের ১৩ মার্চ মামলার রায়ে বাপ্পিসহ ৩৯ জন আসামির ফাঁসি ও ১৬ জনকে খালাস দেন তৎকালীন জেলা ও দায়রা জজ আমিনুল হক। পলাতক থাকা দীর্ঘ সাত বছর পর তাকে গ্রেফতার করে পুলিশ।

ফেনী মডেল থানার সেকেন্ড কর্মকর্তা এমরান হোসেন  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় আফতাব বিবি এলাকার ফকির বাদশা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।