
খালেদ গোলাম কিবরিয়া ||
অধ্যক্ষ
আফজল খান সব সময় বলতেন আমার উপরে আল্লাহ ও আল্লাহর রাসুল আছেন । এক সময়ে
রাজপথের দেওয়ালে শোভা পেত নেতার রাজা আফজল খান । তিনি নেতার রাজার ছিলেন
কিনা তা ইতিহাস ই বলবে ? তবে তিনি কুমিল্লার সাধারণ মানুষের মনের রাজা
হিসেবে বিদায় নিয়েছেন। মানুষের শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে যার জীবন
সমাপ্তি ঘটে তার জীবনে আর বড় কি প্রাপ্তি থাকতে পারে? তাঁর মৃত্যুর পর
হাসিমাখা জ্বলজ্বলে চেহারাই প্রমাণ করে তিনি খুশি মনে মাবুদের দিদার লাভ
করেছেন ।
আজ কুমিল্লায় দল মত নির্বিশেষে মানুষের মধ্যে শোকের কালো
ছায়া। কুমিল্লার মানুষ তাঁকে বটবৃক্ষ মনে করতেন তাঁর বাসায় মানুষের ঢল তা ই
প্রমাণ করে। কুমিল্লার রাজনৈতিক আন্দোলনের ইতিহাস তাঁকে ছাড়া অসম্পূর্ণ।
কুমিল্লার শিক্ষা ক্ষেত্রে তিনি যে ভূমিকা রেখে গেছেন তা সারা দেশে অন্যন্য
নজির। তিনি সমবায় আন্দোলনেরও একজন পুরোধা ছিলেন। ব্যবসা বাণিজ্যেও তিনি
নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ।
রাজনৈতিক নেতা হিসেবে তাঁর ছায়ায়
থেকে অনেকেই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ও জাতীয় নেতার পরিচয় পেয়েছেন।
ব্যবসায়িক সংগঠনের শীর্ষ কর্তা হিসেবে অনেকেই তাঁর হাত ধরে সর্বোচ্চ
ব্যবসায়িক নেতা হয়েছেন। একজন আইনজীবী হিসেবে কুমিল্লার আইনজীবী সমাজের ও
অভিভাবক ছিলেন তিনি। তার হাত ধরে অনেকেই কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি
সাধারণ সম্পাদক হয়েছেন ।
আজকাল এমপি মন্ত্রী হওয়ায় খুবই সহজ কিন্তু
একজন মাটি ও মানুষের নেতা আফজল খান হওয়া কঠিন তাপস্যার বিষয় । শুধু
কুমিল্লা কেন, ভারতীয় উপমহাদেশে এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল যিনি এতগুলো
পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনে খেটে খাওয়া মানুষের নেতৃত্ব দিয়েছেন।
কুমিল্লার
আওয়ামী রাজনীতির কোন্দল তাঁকে জেলা কিংবা মহানগর আওয়ামী লীগের সদস্য পদে
বঞ্চিত করলেও নেত্রী কিন্তু তাঁর নামের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। শুধু
আফজল খানের কন্যা হিসেবে আঞ্জুম সুলতানা সীমার নাম সংরক্ষিত সংসদ সদস্য
হিসেবে নিজের হাতে ১ নাম্বারে লিখেন। আজও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
শোকবার্তা দিয়ে তার বিভিন্ন অবদানের সম্মান প্রদর্শন করেন ।
অধ্যক্ষ
আফজল খান আপনাকে কিছু লোক চেয়েছিল রাজনীতি থেকে মুছে ফেলতে কিন্তু তারা
আপনার ক্ষতি করতে করতে গিয়ে আপনার উপকার করে ফেলেছে। তাদের এই আচরণের ফলে
আপনার প্রতি সাধারণ মানুষের ভালবাসা যোজন যোজন বৃদ্ধি পেয়েছে। মানুষ আপনাকে
এমপি মন্ত্রী হিসেবে নয়, তাদের শ্রদ্ধা ও ভালবাসার মানুষ হিসেবে ভালবাসে ও
শ্রদ্ধা করে। আপনি বেঁচে থাকবেন কুমিল্লার মানুষের ভালবাসায় ও শ্রদ্ধায়।
আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আমিন।