৪৩ হাজারে বিক্রি হলো পদ্মার দুই কাতল
Published : Thursday, 18 November, 2021 at 12:00 AM
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মার দুই কাতল মাছ ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে হজো চালাকের জালে মাছ দুটি ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সকালে ঘাটে আসতেই দেখি জেলে হজো চালাক তাজা দুটি কাতল মাছ নিয়ে আমার আড়তের সামনে দাঁড়িয়ে আছেন। পরে তার কাছ থেকে ৩২ কেজি ওজনের দুটি কাতল মাছ ৪১ হাজার ৬০০ টাকায় কিনি।
পরে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ২০০ টাকায় পরে মাছ দুটি বিক্রি করেন বলে জানান শাহজাহান শেখ।