ইয়াবাসহ ধরা পড়লেন এএসআই
Published : Thursday, 18 November, 2021 at 12:00 AM
রাজশাহীর গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পাঞ্জাব আলীকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চারঘাটের ইউসুফপুর এলাকা থেকে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে পাঞ্জাব আলী চারঘাট মডেল থানায় দীর্ঘদিন এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘পাঞ্জাব আলীকে আমাদের কাছে হস্তান্তর করার পাশাপাশি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। এরপর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও বিভাগীয়ভাবে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য চারঘাট থানা থেকে একটি প্রতিবেদন জেলা পুলিশ দফতরে পাঠানো হবে।’
বিজিবির চারঘাট উপজেলার ইউসুফপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জয়নাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর পুরাতন বিওপির সামনে অভিযান চালিয়ে এএসআই পাঞ্জাব আলীকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।