পাকিস্তান দলের সমর্থক বাংলাদেশে অনেক আছে বলে মন্তব্য করেছেন সফরকারী ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পাকিস্তান দলের অধিনায়ক।
আগামীকাল শুক্রবার মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের চিয়ার আপ করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, চিয়ার আপ করেছে।
দেড় বছরের বেশি সময় পর বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট মাঠে ফিরছে দর্শক। মাহমুদুল্লাহদের প্রতি অকুণ্ঠ সমর্থনই থাকার কথা শের-ই-বাংলা স্টেডিয়ামে। তবে গ্যালারির গর্জনে শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানের নামে আওয়াজ উঠবে বলেও আশা বাবর আজমের।
বাবর বললেন, ‘কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের চিয়ার আপ করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ৬ বছর পর বাংলাদেশে এসেছে পাকিস্তান। শুক্রবার থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে অভিভূত বাবর আজমরা।